Nux vomica I নাক্স ভূমিকা

Dr. Md. Anas Sarkar
By -
0

  • অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়েসেবা কিম্বা অতিরিক্ত রাত্রি জাগরণজনিত অসুস্থতা।
  • বারম্বার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশমবোধ।
  • জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা।
  • শীতকাতরতা, স্পর্শকাতরতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা।

Cerebro-spinal axis.
NERVES.
DIGESTIVE ORGANS: STOMACH. LIVER. Bowels.
RESPIRATORY ORGANS.
Male brunettes.


1. CORD. (GRAY PORT'N.) Tetanic Convul.; Death fr. Asphyxia.
2. MOTOR NERVES. Exhaustion; Paralysis.
3. SENSORY NERVES. Hyperesthesia.
4. EYES. Pupil Contracted; Hyperæsthesia; Vision Increased.
5. EARS, Hearing Augmented.
6. NOSE. Sense of Smell Increased.
7. CIRCULATION. Vaso-M. Spas.; Increased Arte. Blood-Press.
8. HEART. Paresis of Inhibitory Nerves.
9. STOMACH. Increased Appetite: Acid Vomiting: Gastralgia.
10. INTESTINAL CANAL Constipation; Hemorrhoids.
11. BLADDER. Paralysis of Muscular Coat; Incontinence.
12. SEXUAL O., MALE. Increased Sexual Desire; Impotence.
13. SEXUAL O., FEMALE. Menses too Soon: Last too Long.
14. LUNGS. Dry Cough; Flatulent Asthma.
15. BLOOD. Oxidation Arrested.

EARLY MORNING.
COLD: OPEN AIR (Dry). Drafts. Seats. Wind. UNCOVERING.
HIGH LIVING: COFFEE. Condiments. Liquor. Drugs. Debauchery. Purgatives.
HIGH LIVING: COFFEE. Condiments. Liquor. Drugs. Debauchery. Purgatives. Sedentary habits.
Overeating.
Mental: Exertion. Fatigue. Vexation.
Disturbed sleep.
SLIGHT CAUSES: Anger. Noise. Odors. Light. Touch. PRESSURE: of clothes, < waist.

FREE DISCHARGES.
Naps (Kali-bi.).
Wrapping head.
Resting.
Hot drinks.
Milk.
Moist air.


ঔষধ পরিচয়, নরেন্দ বন্দোপাধ্যায়

অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়েসেবা কিম্বা অতিরিক্ত রাত্রি জাগরণজনিত অসুস্থতা।

যাঁহারা কোনরূপ কায়িক পরিশ্রম করেন না, ব্যায়াম বা শরীরচর্চা করেন না, সারাদিন একভাবে বসিয়া কার্য করিতে থাকেন এবং কেবল মানসিক পরিশ্রমই করিতে থাকেন তাঁহাদের অসুখে নাক্স ভমিকা প্রায়ই বেশ উপকারে আসে; আবার যাঁহারা মানসিক পরিশ্রমের জন্যই হউক বা অধ্যয়ন ইত্যাদির জন্যই হউক বা রোগীকে সেবা শুশ্রুষা করিবার জন্যই হউক রাত্রি জাগরণ করিয়া অসুস্থ হইয়া পড়েন অর্থাৎ অনিদ্রা বা রাত্রিজাগরণ যেখানে রোগের কারণ, সেখানেও নাক্স ভমিকার কথাই মনে করা উচিত; অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রীসহবাসজনিত স্নায়বিক দুর্বলতায় এবং মাদকদ্রব্য সেবন বা গুরুপাকদ্রব্য ভোজন প্রভৃতি কারণে অসুস্থ হইয়া পড়িলেও নাক্স ভমিকার তূল্য ঔষধ খুব কমই আছে।


এতদ্ব্যতীত উগ্র ঔষধজনিত অসুস্থতাতেও নাক্স ভমিকা এত প্রয়োজনীয় এবং এত অব্যর্থ যে যাঁহারা পেটেন্ট ঔষধ, জোলাপ ইত্যাদি ব্যবহার করেন এবং তাহার দ্বারা রোগটিকে জটিল করিয়া তুলেন কিম্বা যেখানে রোগটি আপনিই ভাল হইয়া যাওয়া সত্ত্বেও রোগী এখন ঔষধজনিত রোগে কষ্ট পাইতেছে সেখানেও নাক্স ভমিকা ব্যতীত গত্যন্তর নাই বলিলেই চলে। এই জন্য যে সকল রোগী অ্যালোপ্যাথিক বা কবিরাজী চিকিৎসায় ব্যর্থ মনোরথ হইয়া হোমিওপ্যাথির শরণাপন্ন হন, তাঁহাদিগকে আমরা প্রথমেই একমাত্রা নাক্স ভমিকা প্রয়োগ করি। ইহাতে ফল হয় দ্বিবিধ। প্রথমত রোগটি যদি উগ্র ঔষধের চাপে জটিল আকার ধারণ করিয়া উপযুক্ত ঔষধ নির্বাচনের পথে বাধা দিতে থাকে, তাহা হইলে নাক্স ভমিকা তাহার ছদ্মবেশ ভাঙ্গিয়া দিয়া প্রকৃত রূপ পরিস্ফুট করিয়া তুলে, দ্বিতীয় রোগী যদি বর্তমানে ঔষধজনিত রোগেই কষ্ট পাইতে থাকে তাহা হইলেও নাক্স ভমিকা তাহার প্রতিকার করিয়া রোগীকে সুস্থ করিয়া দেয়। অবশ্য এইরূপ ক্ষেত্রে রাত্রে নিদ্রা যাইবার পূর্বে নাক্স ভমিকা প্রয়োগ করাই বিধেয়।


এক্ষণে আরও একটা কথা প্রথমেই বলিয়া রাখি যে রোগের কারণ যেখানে অনিদ্রা, সেখানেও নাক্স ভমিকা যেরূপ ফলপ্রদ অন্য কোন কারণে অসুস্থ হইয়া পড়িবার পর রোগী যদি অনিদ্রায় কষ্ট পাইতে থাকে পাড়তে থাকে।


আমাশয়ে প্রত্যেকবার মলত্যাগ ঘটিলেই পেটের বক্তৃতা কম পড়ে। আহারের অভাবে নাক্স ভমিকা অত্যন্ত দুর্বল হইয়া পড়ে, পরিপাকশক্তি দুর্বল হইয়া পড়ে, সহ্য-শক্তি দুর্বল হইয়া পড়ে, মলদ্বার মূত্রদ্বার সবই দুর্বল হইয়া পড়ে।


অম্লদোষ, বুকজ্বালা, গাড়ি চড়িলে বমনেচ্ছা, বমনেচ্ছা, বমি, নড়াচড়ায় বৃদ্ধি পায়।


স্মৃতিশক্তি এত দুর্বল হইয়া পড়ে যে কোন কথা তাহার মনে থাকে না, ক্রমাগত ভুল হইতে থাকে। সহ্য-শক্তি এত দুর্বল হইয়া পড়ে যে নির্দোষ কথাও সে সহ্য করিতে পারে না, কথায় কথায় রাগিয়া ওঠে (চলিত কথায় যাহাকে খিটখিটে মেজাজ বলে), কেহ কোন প্রতিবাদ করিলে তাহাকে খুন করিয়া ফেলিতে ইচ্ছা হয়। অনেক সময় সে মনের দুঃখে আত্মহত্যা করিতে চায় কিন্তু দুর্বল চিত্ত বলিয়া সাহস পায় না।


মলদ্বার, মূত্রদ্বার, জরায়ু সবই এত দুর্বল হইয়া পড়ে যে মল, মূত্র, ঋতু বেশ পরিষ্কারভাবে নির্গত হইতে পারে না।


স্নায়বিক দুর্বলতায় রোগী যখন একেবারে ভাঙ্গিয়া পড়ে, তখন অনেক সময় উন্মাদের মত লক্ষণ প্রকাশ পাইতে থাকে। সে কোন কাজকর্ম করিতে চাহে না, সর্বদাই চুপ করিয়া বসিয়া থাকিতে চায়, কাহারও সহিত মিশিতে চাহে না, কাহাকেও বিশ্বাস করে না, সর্বদাই যেন কি আতঙ্কে শঙ্কিত। রাত্রে নিদ্রা নাই, দিনে কাজকর্মের উৎসাহ নাই, সর্বদাই যেন এক ভাবে বিভোর সর্বদাই মনের যেন কত কি কল্পনা, কত কি কুৎসা কত আত্মগ্লানি, আত্মহত্যার কথা তাহাকে কখনও অবসন্ন, কখনও উত্তেজিত করিয়া রাখে। তখন তাহাকে দেখিলে বা তাহার কথাবার্তা শুনিলে মনে হইবে সে সত্যই অপ্রকৃতিস্থ, স্নায়বিক দুর্বলতায় দেহ মন একেবারে ভাঙ্গিয়া পড়ে।


বারম্বার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশমবোধ।

নাক্স ভমিকার প্রথম কথা হইল তাহার রোগের জন্মকথা এবং দ্বিতীয় কথা হইল তাহার চরিত্রগত বৈশিষ্ট্য অর্থাৎ রোগের কারণ হিসাবে অনিদ্রা, অতি মৈথুন, অধ্যয়ন ও মাদকদ্রব্য সেবন যাহা কিছু হউক না কেন এবং রোগের নাম হিসাবে জ্বর, আমাশয়, যকৃৎ-প্রদাহ বা ঋতুকটি যাহা কিছু হউক না কেন যদি দেখা যায়, সেই যন্ত্রণার সহিত রোগী বারম্বার পায়খানায় যাইতেছে বা ক্রমাগত বলিতেছে যে একটু মলত্যাগ ঘটিলেই সে শান্তি বোধ করিবে, তাহা হইলে সর্বদাই আমরা নাক্স ভমিকার কথা মনে করিতে পারি। নাক্স ভমিকার সকল যন্ত্রণারই সহিত কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। কিন্তু মলত্যাগের বেগ থাকে না, এমন নহে। বেগ বেশ প্রবল ভাবেই থাকে, এইজন্য ক্ষণে ক্ষণে সে পায়খানায় যাইতে থাকে কিন্তু কিছুতেই একটু মলনির্গমন ঘটে না। তাহার মনে হইতে থাকে মলনির্গমন হইলেই সে শান্তি পাইবে—কিন্তু হায়! তাহা কিছুতেই হইতে চাহে না। ক্ষণে ক্ষণে বেগ আসিতে থাকে এবং তাহার মনে হয় এইবার বোধ হয় একটু মলনির্গমন ঘটিবে কিন্তু ফল পূর্ববৎ। বারম্বার ব্যর্থ মনোরথ হইয়া সে হতাশভাবে সৃষ্টিকর্তার কাছে করুণা প্রার্থনা করিতে থাকে "দয়াময়, একটু দয়া কর।” ডাক্তার আসিলে তাহাকে ধরিয়া বসে “ডাক্তারবাবু রোগ আমার যাহাই হউক, আমায় এমন ওষুধ দিন যাতে একটু বাহ্যে হয়।” অবশ্য কোন কোন ক্ষেত্রে এই সঙ্গে একটু বমি হইয়া গেলে উপশমবোধ বা একটু নিদ্রা যাইতে পারিলে উপশমবোধ প্রায়ই দেখা যায়। অম্লদোষে বা পেটবেদনায় কষ্ট পাইবার সময় নাক্স ভমিকার রোগী প্রায়ই গলার মধ্যে আঙ্গুল দিয়া বমি করিয়া ফেলে এবং বমি করিয়া শান্তি লাভও করে। ইহাই নাক্স ভমিকার চরিত্রগত বৈশিষ্ট্য সকল যন্ত্রণারই সহিত রোগী মনে করিতে থাকে, একটু মলনির্গমন হইলে বা একটু বমি হইয়া গেলে বা ঘুমাইতে পারিলে সে শান্তিলাভ করিবে এবং একটু মলনির্গমন হইলে বা একটু বমি হইয়া গেলে বা একটু নিদ্রা যাইবার পর সে সত্যই শান্তিবোধ করে।


পুনঃপুনঃ মলত্যাগ বা মূত্রত্যাগের ইচ্ছা নাক্স ভমিকার এত বড় লক্ষণ যে প্রসববেদনায় সহিত এইরূপ প্রকাশ পাইলে সেখানেও আমরা নাক্স ভমিকা প্রয়োগ করিতে পারি, ঋতু-কষ্টের সময়ও যদি দেখা যায় যে ক্রমাগত মলত্যাগের বা মূত্রত্যাগের বেগ আসিতেছে তাহা হইলে সেখানে আমরা নাক্স ভমিকা প্রয়োগ করিব। অন্যান্য রোগের ত কথাই নাই অর্থাৎ যেখানেই আমরা দেখিব যে রোগী বারম্বার মলত্যাগ বা মূত্রত্যাগের ইচ্ছা প্রকাশ করিতেছে এবং তাহার নে হইতেছে যে একটু মলত্যাগ ঘটিলেই বা একটু বমি হইলেই বা একটু নিদ্রা যাইতে পারিলেই সে শান্তি লাভ করিবে, সেখানে প্রথমেই নাক্স ভমিকার ব্যবস্থা করিবে। ভীষণ শক্ত বাহ্যের সহিত রক্তপাত। উদরাময় বা পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা। মলত্যাগের পর সংজ্ঞাহীনতাও দেখা যায়। ঘন ঘন প্রস্রাবের বেগ, একটু একটু প্রস্রাব, প্রস্রাবকালে জ্বালা। মূত্রকষ্ট, রক্ত-প্রস্রাব, প্রস্রাবের সহিত বায়ু নিঃসরণ।


জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা।

নাক্স ভমিকা রোগী অত্যন্ত একগুঁয়ে বা জেদী হয়। সে যখন যাহা ধরে তখন তাহা শেষ না করিয়া ছাড়ে না। মনের দৃঢ়তা এত বেশি যে সকল বাক্যে, সকল কর্মে সে সকলের অগ্রণী হইতে চায়। ক্লাসে প্রথম স্থান অধিকার করিবার জন্য জিদ আসিলে সে তাহা রক্ষা করিতে চেষ্টার ত্রুটি করে না, ঘর-দোর পরিষ্কার-পরিচ্ছন্ন করিবার ইচ্ছা হইলে বিলম্ব না করিয়া নিজেই লাগিয়া যায়। আবার পরদুঃখে বিচলিত হইলে তাহাকে সাহায্য করিবার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তাহার এই জিদ বা মনের দৃঢ়তা বজায় রাখিবার জন্য যদি তাহার খাইবার সময় বহিয়া যাইতে থাকে, গুরুবাক্য লঙ্ঘন করিতে হয়, স্বাস্থ্য ভাঙ্গিয়া পড়ে, তথাপি সে কিছুমাত্র ভূক্ষেপ করে না। বরং তাহাকে বাধা দিতে গেলে সে ভীষণ রাগিয়া ওঠে, এমন কি হঠকারিতাও প্রকাশ পায়। তখন নাক্স ভমিকার স্বামী স্ত্রীর কণ্ঠদশ চাপিয়া ধরিতেও কুণ্ঠিত হয় না, জননী শিশু-সন্তানকে আগুনে ফেলিয়া দিতেও কুণ্ঠিত হয় না, অবশ্য পরক্ষণেই সে অনুতাপ করিতে থাকে বটে, কিন্তু নাক্স ভমিকা এতই হঠকারী।


হঠকারিতা অন্যায় বটে এবং স্বার্থে বাধা পড়িলে ক্রুদ্ধ হওয়াও স্বাভাবিক কিন্তু ঈর্ষা মানুষকে যেরূপ কুটিল এবং নীচ করিয়া তুলে এমন বোধ করি আর কিছুতে নয়; অথচ নাক্স ভমিকার মানসিক লক্ষণে তাহাই সর্বাপেক্ষা জঘন্যভাবে প্রকাশ পায়। সে কাহারও ভাল দেখিত পারে না। সর্বদা সন্দেহ করিতে থাকে তাহার প্রতি মন্দ ব্যবহার করা হইতেছে, তাহাকে হীন প্রতিপন্ন করিবার চেষ্টা চলিতেছে এবং এইরূপ অনুমান বা সন্দেহের উপর নির্ভর করিয়া সে ক্রমাগত ছল করিয়া ঝগড়া করিতে ভালবাসে এবং অত্যন্ত ইতরের মত ঝগড়া করিতে থাকে।


শীতকাতরতা, স্পর্শকাতরতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা।

অত্যন্ত শীতকাতর; একটু ঠাণ্ডা সে সহ্য করিতে পারে না, ঠাণ্ডা জায়গায়, ঠাণ্ডা খাদ্যদ্রব্যে তাহার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়। সে আবৃত থাকিতে ভালবাসে, গরম থাকিতে ভালবাসে, বেদনাযুক্ত স্থানে সর্বদাই গরম লাগাইতে ভালবাসে। কেবলমাত্র মাথাব্যথায় সে গরম পছন্দ করে নাক্স ভমিকা না।


সে এতই শীতার্ত যে সবিরাম জ্বরে বা ম্যালেরিয়ায় যখন ঘাম দিয়া জ্বর ছাড়িয়া যাইতে থাকে, তখন ও সে আবরণ খুলিয়া ফেলিতে চাহে না। শীতের সহিত প্রবল কম্প; কখনও পিপাসা, কখনও পিপাসার অভাব। জ্বর, সকাল ৬টা হইতে ১১টার মধ্যে বৃদ্ধি।


সবিরাম জ্বরে দেহের ভিতরটা অত্যন্ত জ্বালা করিতে থাকে বলিয়া যদিও সে আবরণ খুলিয়া ফেলিতে চায় কিন্তু আবরণ খুলিতে গেলে আবার অত্যন্ত শীতবোধও হইতে থাকে। শীত অবস্থায় কাঁপুনি, নখ নীল হইয়া যায়, অঙ্গ-প্রত্যঙ্গে বেদনাও থাকে। পর্যায়ক্রমে একবার শীত একবার গরম এবং গরমবোধ সত্ত্বেও আবরণ খুলিতে গেলে শীতবোধ, মনে রাখিবেন, ঘন ঘন মলত্যাগের বেগ, প্লীহা ও লিভার বৃদ্ধি; ন্যাবা। ক্রোধ, কম্প ও কোষ্ঠবদ্ধতা।


নাক্স ভমিকায় স্পর্শকাতরতা বা অনুভূতির আধিক্য বেশ প্রবলভাবেই প্রকাশ পায়। এইজন্য শব্দ, গন্ধ, স্পর্শ অনেক সময় তাহার কাছে অসহ্য হইয়া পড়ে, শিরঃপীড়া, আক্ষেপ প্রভৃতি উপসর্গ বৃদ্ধি পায়। স্পর্শানুভূতির অভাব (অ্যানাকার্ড)।


আক্ষেপ, স্নায়বিক দুর্বলতাবশত আক্ষেপ, আক্ষেপকালে সর্বশরীর শক্ত হইয়া বাঁকিয়া যাইতে থাকে, ধনুষ্টঙ্কার। কিন্তু বিশেষত্ব এই যে আক্ষেপকালেও তাহার জ্ঞান অক্ষুন্ন থাকে এবং প্রায়ই বলিতে থাকে “আমাকে চেপে ধর, আমাকে চেপে ধর।” অবশ্য ক্ষেত্রেবিশেষে সংজ্ঞাশূন্যতাও দেখা যায়, যেমন প্রসব-বেদনার সহিত মূর্ছা। বমন, উদরাময়, ঋতুস্রাবের পর মূর্ছা বা সংজ্ঞালোপ।


দন্তশূল, উত্তাপে উপশম, মুখে ক্ষত, নিদ্রাকালে লালা নিঃসরণ, মুখে অম্লস্বাদ।
দক্ষিণদিকের আধ-কপালে (মাথাব্যথা)। প্রাতে বৃদ্ধি,
গাড়ি চড়িলে বমনেচ্ছা। পেটের গোলযোগবশত হাঁপানি। ন্যাবা, পিত্তপাথরি।
ঋতুস্রাব বা অর্শের রক্তস্রাব বাধাপ্রাপ্ত হইয়া রক্তস্রাব, রক্তকাশ।
শিশুদের নাভিকুণ্ডে হার্নিয়া (গোঁড়) দেখা দিলে নাক্স প্রায়ই বেশ উপকারে আসে।
কোষ্ঠবদ্ধ হইয়া মাথায় রক্তের চাপ বৃদ্ধি। মাথা মুক্ত বাতাসে ভাল থাকে। মলদ্বারের শিথিলতা বা ঝুলিয়া পড়া Ruta.
কাশি, সর্দি, রাত্রে নাক বন্ধ হইয়া যায়, দিনের বেলায় কাঁচা সর্দি ঝরিতে থাকে। নাকের ভিতর সড়সড় করা, হাচি, গলার মধ্যে সুড়সুড় করিয়া কাশি; কাশির ধমকে মাথা যেন ফাটিয়া যাইতে থাকে। স্বরভঙ্গ।


ধাতুদৌর্বল্যমেয়েদের সঙ্গে কথা কহিতে গেলেও বীর্যক্ষয় হইতে থাকে। হস্তমৈথুন, ধাতু দৌর্বল্যজনিত কটিব্যথা (কোবাল্টাম)।
ঋতু বন্ধ হইয়া নাক দিয়া রক্তপাত; ঋতু অনিয়মিত; অতিরিক্ত দীর্ঘস্থায়ী। থাকিয়া থাকিয়া ঋতুস্রাব, প্রচুর বা অল্প, কালবর্ণের কষ্টকর বা বাধক।
প্রসব-বেদনা বা ঋতুকষ্টের সহিত ক্রমাগত মূত্রত্যাগের ইচ্ছা বা মলত্যাগের বেগ।
কটিব্যথাও নাক্স ভমিকার নিত্য সহচর। ধাতুদৌর্বল্যের সহিত কটিব্যথা, ঋতুস্রাবের সহিত কটিব্যথা, আমাশয়ের সহিত কটিব্যথা। কটিব্যথার জন্য রাত্রে পার্শ্ব পরিবর্তন করিতে কষ্টবোধ।
অনিদ্রার উপর নাক্স ভমিকার ক্ষমতা আছে বলিয়া অনিদ্রাজনিত রোগে নাক্স ভমিকা প্রায়ই ব্যবহৃত হয়। অতএব অনিদ্রা বা রাত্রি জাগরণের জন্য যে কোন অসুস্থতায় প্রথমেই নাক্স ভমিকার কথা মনে করা উচিত। কিন্তু নাক্স ভমিকা সম্বন্ধে যেখানে যত কথাই বলি না কেন পুনঃপুনঃ মলত্যাগের ব্যর্থ প্রয়াস বা মলত্যাগ হইলেই সুস্থবোধের অনুভূতি তাহার শ্রেষ্ঠ পরিচয়। ব্যথার সঙ্গে ক্রমাগত মলত্যাগ বা মূত্রত্যাগের ইচ্ছা।


দন্তশূল পোকা খাওয়া দাঁতের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি, ঠাণ্ডায় বৃদ্ধি। মুখে ঘা; শিশুদের মুখে ঘা Borux
সন্ন্যাস নাসিকাধ্বনির সহিত নিদ্রা (ওপি)। সন্ন্যাসজনিত বাকরোধ।
মূত্রপাথরি, পিত্তপাথরি, দক্ষিণ পাখনার মধ্যে ব্যথা Chelidonium, Natrum sulph.
নাক্স ভমিকা রোগী দেখিতে একটু “কোল-কুঁজো" হয়। এবং ঝাল বা গরম মসলাযুক্ত খাদ্য খাইতে ভালবাসে, মাদকদ্রব্য খাইতে ভালবাসে। অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন স্বভাব, তাহার কোন জিনিসে কেহ হাত দেয় সে পছন্দ করে না। অত্যন্ত খুঁতখুঁতে, কাহারও কোন কাজ পছন্দ হয় না Arsenic,.


হস্তমৈথুনজনিত কুফল, এই সম্বন্ধে কিছু বলা উচিত। হস্তমৈথুনজনিত ইন্দ্রিয়ের শিথিলতা, স্বপ্নদোষ, প্রস্রাবকালে জ্বালা ইত্যাদির জন্য প্রায়ই লোকে নানাবিধ উগ্র ঔষধ সেবন করে। ইহাতে শরীর আরও খারাপ হইয়া যায়। অতএব রোগের প্রথম অবস্থায় দুই-এক মাত্রা নাক্স ভমিকা সেবন করিয়া যদি তাহারা সংযম অবলম্বন করে তাহা হইলে মুক্তিলাভ করিবে, আত্মীয়-পরিজনও শান্তি লাভ করিবে। নচেৎ জগতে এমন কোন ঔষধ নাই যাহা স্বেচ্ছাকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতে পারে। পুরুষাঙ্গের মধ্যে জলবৎ ক্লেদ-সঞ্চার Sulphur, Thuja।


ধ্বজভঙ্গ জননেন্দ্রিয় একেবারে উত্থান-শক্তি রহিত হইয়া পড়ে। প্রস্রাবকালে জ্বালা; ঘন ঘন বেগ; একটু একটু করিয়া প্রস্রাব। স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার জন্য রাত্রে শয্যাগ্রহণকালে নাক্স ভূমিকা প্রয়োগ বিধেয়। কারণ নাজের লক্ষণগুলি প্রায়ই সকালের দিকে বৃদ্ধির মুখে থাকে। কিন্তু যখন তখন ব্যবহারে ইহা কুফলপ্রদ।
ইগ্লেসিয়া এবং জিঙ্কামের পরে বা পূর্বে নাক্স ভমিকা ব্যবহৃত হয়।

Dr. Clarke বলেন "when all medicines disagree Nux will often cure the morbid sensitivenses and other troubles with it" অর্থাৎ এক কথায় বলা যায় যখন কোন ঔষধই উপযুক্ত মনে হয় না তখন নাক্স প্রায়ই বেশ উপকারে আসে।


সদৃশ্য ঔষধাবলী ― (প্রসববেদনা)

প্রসববেদনার সহিত ক্রমাগত মলত্যাগের বা মূত্রত্যাগের ইচ্ছা - Nux vomica.
প্রসববেদনার সহিত মূর্ছা - Cimicifuga, Pulsatilla.
প্রসববেদনার সহিত আক্ষেপ – Belladonna, Gelsemium, Glonoinum, Hyoscyamus, Secale cor, Stramonium, Cicuta virosa, Cuprum met.
মনে হইতে থাকে ছেলে যেন আড়াআড়িভাবে শুইয়া আছে - Arnica.
ব্যথা কোমরেই অধিক বোধ হইতে থাকে অথবা উরুদেশ পর্যন্ত ছুটিয়া যায় - Kali carb.
বাথা বুক পর্যন্ত উঠিতে থাকে অথবা কুঁচকীতেই অধিক অনুভূত হয় - Cimicifuga.
ব্যথায় চিৎকার করিতে থাকে, গালাগালি দিতে থাকে ঔষধ পরিচয় - Camomilla.
ব্যথা গলা অবধি উঠিতে থাকে, হাত-পা কাঁপিতে থাকে অথবা ব্যথা জরায়ু ছাড়িয়া মেরুদণ্ড বাহিয়া উপরে উঠিয়া যায় - Gelsemium.
যত ব্যথা, তত শীল (কিম্বা অতিরিক্ত গরমবোধ); জরায়ু শিথিল তথাপি বেগ নাই বা ব্যথা ক্রমাগত স্থান পরিবর্তন করিতে থাকিলে বা একেবারে জুড়াইয়া গেলে - Pulsatilla.
অত্যন্ত গরমবোধ; জরায়ুর মুখ শিথিল তবুও সন্তান ভূমিষ্ট হয় না - Secale cor.
ব্যথার সহিত শ্বাসকষ্ট ও বুকের মধ্যে চাপবোধ - লোবেলিয়া।
রক্তস্রাব ঘটিয়া প্রসববেদনা বাধাপ্রাপ্ত হইলে - China.
জরায়ুর মুখ দৃঢ়বদ্ধ; ব্যথা হঠাৎ আসিয়া হঠাৎ ছাড়িয়া যাইতে থাকে - Belladonna.
জরায়ুর মুখ দৃঢ়বদ্ধ; ব্যথা কোমরেই বেশি অনুভূত হইলে কিম্বা একেবারে জুড়াইয়া গেলে - Calophyllum.
প্রসবের পূর্বে বা পরে রক্তস্রাব - Arnica, Belladonna, Camomilla, China, Ipecac, Phosphorus.
প্রস্রবের পর ফুল না পড়িলে - Arsenic alb, Belladonna, Cantharis, Pulsatilla, Sabina, Secale cor, Sipea.


Allen's Keynotes

Constitution

  • One of the best remedies with which to commence treatment of cases that have been drugged by mixtures, bitters, vegetable pills, nostrums or quack remedies, especially aromatic or "hot medicines," but only if symptoms correspond.
  • Adapted to thin, irritable, careful, zealous persons with dark hair and bilious or sanguine temperament. Disposed to be quarrelsome, spiteful, malicious; nervous and melancholic.
  • Debauchers of a thin, irritable, nervous disposition, prone to indigestion and hemorrhoids (persons with light hair, blue eyes, Lob.).
  • "Nux is chiefly successful with persons of an ardent character; of an irritable, impatient temperament, disposed to anger, spite or deception."-Hahnemann.
  • Anxiety with irritability and inclination to commit suicide, but is afraid to die.
  • Hypochondriac: Literary, studious persons, who are too much at home, suffer from want of exercise, with gastric, abdominal complaints and costiveness; especially in drunkards.

  • Mental Generals.

  • Persons who are very particular, careful, but inclined to become easily excited or angered; irascible and tenacious.

  • Physical Generals

  • Bad effects of: Coffee, tobacco, alcoholic stimulants; highly spiced or seasoned food; over-eating (Ant-c.); long-continued mental over-exertion; sedentary habits; loss of sleep (Cocc., Colch., Nit-ac.); aromatic or patent medicine; sitting on cold stones, especially in warm weather.
  • Oversensitive: To external impressions; to noise, odors, light or music (Nux-m.); trifling ailments are unbearable (Cham); every harmless word offends (Ign.).
  • Pains are tingling, sticking, hard, aching, worse from motion and contact.
  • Tendency to faint (Nux-m., Sulph.); from odors; in morning; after eating; after every labor pain.
  • Cannot keep from falling asleep in the evening while sitting or reading hours before bedtime, and awakes at 3 or 4 a.m.; falls into a dreamy sleep at daybreak from which he is hard to arouse, and then feels tired and weak (reverse of, Puls.).

  • Nose

  • Catarrh: Snuffles of infants (Am-c., Samb.); coryza, dry at night, fluent by day; < in warm room,> in cold air; from sitting in cold places, on stone steps.

  • Gastro-intestinal System

  • Eructations: Sour, bitter, nausea and vomiting every morning with depression of spirits; after eating.
  • Nausea: Constant; after eating; in morning; from smoking; and feels "If I could only vomit I would be so much better."
  • Stomach: Pressure an hour or two after eating as from a stone (immediately after, Kali-bi., Nux-m.); pyrosis, tightness, must loosen clothing; cannot use the mind for two or three hours after a meal; sleepy after dinner; from anxiety, worry, brandy, coffee, drugs, night watching, high living, etc.
  • Constipation; with frequent unsuccessful desire, passing small quantities of feces (in upper abdomen, Ign., Verat.); sensation as if not finished.
  • Frequent desire for stool; anxious, ineffectual, > for a time after stool; in morning after rising; after mental exertion (inactive, no desire, Bry., Sulph.).
  • Alternate constipation and diarrhea (Sulph., Verat.), in persons who have taken purgatives all their lives.
  • Strangulated hernia, especially umbilical.

  • Female Reproductive System

  • Menses: Too early, profuse, lasts too long, or keeping on several days longer, with complaints at onset and remaining after, every two weeks; irregular, never at right time; stooping and starting again (Sulph.); during and after, < of old symptoms.
  • Labor pains: Violent, spasmodic; cause urging to stool or to urinate; < in back; prefers a warm room.

  • Back

  • Backache: Must sit up to turn over in bed; lumbago; from sexual weakness, from masturbation.

  • Nervous System

  • Convulsions, with consciousness (Strych.); < anger, emotion, touch, moving.

  • Fever

  • Repugnance to cold or to cold air; chilly, on least movement; from being uncovered; must be covered in every stage of fever-chill, heat or sweat.
  • Fever: Great heat, whole body burning hot (Acon.), face red and hot (Bell.), yet patient cannot move or uncover without being chilly.

  • Modalities

  • Aggravation: Morning; waking at 4 a.m.; mental exertion; after eating or overeating; touch, noise, anger, spices, narcotics, dry weather; in cold air.
  • Amelioration: In evening, while at rest; lying down, and in damp wet weather (Caust.).

  • Relation

  • Complementary: Sulphur in early all diseases.
  • Inimical: To, Zinc.; must not be used before or after.
  • Follows well: After, Ars., Ip., Phos., Sep., Sulph.
  • Is followed well: By, Bry., Puls., Sulph.
  • Nux should be given on retiring or, what is better, several hours before going to bed; it acts best during repose of mind and body.

  • Allen's Keynotes Bangla

    Constitution

  • যে সকল রোগী মিকচার, তেঁতো ওষুধ, কবিরাজী ওষুধ, টোটকা ওষুধ, হাতুড়ে চিকিৎসা করেছে বিশেষতঃ উগ্রগন্ধযুক্ত বা গরম ওষুধ দিয়ে চিকিৎসা হয়েছে তাদের ক্ষেত্রে যদি, সদৃশ লক্ষণ থাকে তবে Nux vomica একটি উৎকৃষ্ট ওষুধ।
  • রোগা চেহারা, মেজাজ খিটখিটে, অতি সাবধানী, হিংসুটে, চুল কালো, পিত্ত ও রক্তপ্রধান ধাতু, একটুতেই ঝগড়া শুরু করে দেয়, হিংসুটে, মনে বিদ্বেষভাব, স্নায়বিক ও বিষাদগ্রস্ত।
  • রোগা, খিটখিটে, স্নায়বিক প্রকৃতির অমিতাচারী লোক, যারা অজীর্ণ ও অর্শরোগে ভোগে (ঐ লক্ষণে পাতলা চুল, নীল চোখ রোগীদের Lob.)
  • তাদের রোগে প্রযোজ্য, "যাদের অদম্য উৎসাহ, খিটখিটে, অধৈর্য্য, রাগী হিংসুটে, প্রতারক (কথায় কথায় মিথ্যা কথা বলে) তাদের রোগে Nux vomica উপযুক্ত ওষুধ"- হ্যানিম্যান।
  • মেজাজ খিটখিটে সাথে উদ্বেগ-আত্মহত্যা করতে ইচ্ছা অথচ মরতে ভয় পায়।
  • মিথ্যা রোগ কল্পনা, সাহিত্য রসিক, পড়াশোনা করতে ভালবাসে ও যারা বেশীর ভাগ সময় ঘরে কাটায়, দৈহিক পরিশ্রমের অভাবে হজমের গোলমালে ভোগে, পেটের গোলমালে ভোগে ও কোষ্ঠকাঠিন্যে ভোগে বিশেষতঃ যারা মদ্যপায়ী।

  • Mental Generals.

  • যারা খুব সতর্ক, সাবধানী কিন্তু অল্পতেই উত্তেজিত হয় বা রেগে ওঠে, খিটখিটে ও নাছোড়বান্দা প্রকৃতির তাদের ক্ষেত্রে প্রযোজ্য।

  • Physical Generals

  • কুফল: কফি, তামাক, মদজাতীয় উত্তেজক পানীয়, মশলাদার খাদ্য বা বাসী খাবার খেয়ে, অতি ভোজনে (Ant-c.); বহুক্ষণ বা বহুদিন যাবৎ মানসিক পরিশ্রমে, আলস্যে সময় কাটান, পর্যাপ্ত ঘুম না হলে (Cocc., Colch., Nit-ac.); সুগন্ধি দ্রব্য ব্যবহারে, পেটেন্ট ওষুধ (টনিক জাতীয়) খেয়ে, ঠান্ডা সিমেন্ট বা ঠান্ডা পাথরের উপর বসে থেকে যদি গরমকালে হয় এ সব কারণ থেকে রোগ হলে ব্যবহার্য।
  • অত্যধিক অনুভূতি-বাইরের কোন আলোচনায়, গোলমালে, গন্ধে, আলোতে, গান বাজনায় (Nux-m), সামান্য অসুস্থতায় কাতর হয়ে পড়ে (Cham), নির্দোষ কথাতেই দোষ ধরে (Ign.)।
  • হাতপায়ে খিঁচুনী অথচ জ্ঞান থাকে (ট্রিকনী) রাগ, আবেগ, ছোঁয়া লাগা বা নড়াচড়ায় বেড়ে যায়।
  • ব্যথাবেদনা, ঝি ঝি ধরে, বিধে যাওয়ার মত দারুণ কনকন করে ব্যথা নড়াচড়ায় ও ছোঁয়া লাগলে বেড়ে যায়। মূর্ছা হবার প্রবণতা (Nux-m., Sulph.); গন্ধে, সকালে আহারের পরে প্রতিবার প্রসব বেদনা উঠলে হয়।
  • ঘুমানোর কয়েক ঘন্টা আগে (সন্ধ্যাবেলায়) বসে বা পড়ার সময় ঘুমে চোখ জড়িয়ে আসে, ঘুমিয়ে পড়া থেকে বিরত থাকতে পারে না। 3 বা 4 টায় ঘুম থেকে জেগে ওঠে; দুপুরে শুয়ে সন্ধ্যা অবধি দিবাস্বপ্ন দেখে ঘুমায়, কিছুতেই ঘুম থেকে জাগানো যায় না, যদি জাগে তবে দুর্বলতা, ক্লান্তি অনুভব করে (Puls. এর বিপরীত)।

  • Nose

  • সর্দি: শিশুদের নাক সেঁটে যায় (Am-c., Samb.); সর্দি রাতে থাকে না, দিনে তরলসর্দি ঝরতে থাকে, গরম ঘরে সর্দি বেড়ে যায় ঠান্ডা বাতাসে কমে। ঠান্ডা স্থানে, ঠান্ডা পাথরের সিঁড়িতে বসে থেকে সর্দি হলে উপযোগী।

  • Gastro-intestinal System

  • উদগার: টক, তিতাস্বাদ, মানসিক উদ্যমহীনতা ঐ সাথে প্রতিদিন সকালে গা বমিবমিভাব ও বমি হয়। খাওয়ার পরে ঢেকুর ওঠে।
  • গা বমিবমিভাব: সব সময় হতে থাকে, আহারের পরে, সকালে হয়, ধূমপান করলেও "বমি করতে পারলে ভাল হোত" এই রকম মনে হয়।
  • পাকস্থলী: আহারের এক বা দু'ঘন্টা পরে পাকস্থলীতে পাথরচাপার মত চাপ অনুভূত হয় (আহারের ঠিক পরেই ঐ লক্ষণে, Kali-bi., Nux-m.); গলা বেয়ে জল ওঠে, পাকস্থলীতে টানবোধ, কোমরের কাপড় ঢিলা করতে হয় আহারের পর ২/৩ ঘন্টা যাবৎ কোন মানসিক পরিশ্রমের কাজ করতে পারে না। মানসিক উদ্বেগ, দুঃখ, ব্রান্ডি খেয়ে, কফি বা ওষুধ খেয়ে, রাত জেগে ও ভোগবিলাসে দিন যাপন করে পাকস্থলীর ঐ অবস্থা হলে উপযোগী।
  • কোষ্ঠকাঠিন্য: বারে বারে পায়খানায় যেতে ইচ্ছা করে, মলত্যাগে তৃপ্তি হয় না, অল্প মলত্যাগ হয় (উপর পেটে অস্বস্তির সাথে ঐরূপ লক্ষণে, Ign., Verat.); যেন সবটা মল বার হল না এইরকম মনে হয়,
  • বারে বারে পায়খানায় যেতে ইচ্ছা করে সাথে মানসিক অস্বস্তি, নিষ্ফল মলবেগ, মলত্যাগ হলে কিছুক্ষণের জন্য ঐভাব কমে, সকালে ঘুম থেকে উঠলে, মানসিক পরিশ্রমের পরে ঐরূপ নিষ্ফল মলবেগ (অন্ত্রের নিষ্ক্রিয়তা-মলত্যাগের কোন ইচ্ছাই থাকে না, Bry., Sulph.). হলে ব্যবহার্য
  • যারা সারা জীবন ধরে বিরেচক (Purgative) ওষুধে অভ্যস্ত তাদের একবার কোষ্ঠকাঠিন্য আর একবার উদরাময় হতে থাকলে এ ওষুধ উপযোগী।
  • অস্ত্র অবরুদ্ধ হয়ে নাভীস্থানের হার্নিয়া হলে উপযোগী।

  • Female Reproductive System

  • ঋতুস্রাব: নির্দিষ্ট সময়ের অনেক আগে, প্রচুর পরিমাণে, অনেকদিন ধরে হতে থাকে বা স্রাবের আগে ও পরে অসুস্থতা সহ বেশীদিন স্থায়ী হয়, প্রতি দু-সপ্তাহ বাদে বাদে, অনিয়মিত, কখনই নির্দিষ্ট সময়ে হয় না, হতে হতে বন্ধ হয়, থেমে আবার শুরু হয় (সালফ্)। ঋতুস্রাবের সময় ও পরে পুরাণ লক্ষণগুলো ফিরে আসে।
  • প্রসববেদনা: ভয়ঙ্কর বেদনা, আক্ষেপজনক বেদনায় মলমূত্র ত্যাগের বেগ চাপে। ঐ বেদনা পিঠে বেশী হয়, ঐ সময় গরম ঘরে থাকতে চায়।

  • Back

  • পিঠে ব্যথা: ঐ ব্যথায় শোয়া অবস্থায় পাশ ফিরতে গেলে প্রথমে উঠে বসতে হয়। ধাতুদৌর্বল্যে ও হস্তমৈথুন করে কোমরে বাত হলে ব্যবহার্য

  • Nervous System

  • ঠান্ডা বা ঠান্ড, বাতাস এড়িয়ে চলে-সামান্য নড়াচড়ায়, গায়ের ঢাকা খুললে শীতবোধ
  • জ্বরের-শীত, তাপ, ঘর্ম, প্রতি অবস্থাতেই গায়ে অবশ্যই ঢাকা দিতে হয়।
  • Fever

  • জ্বর লক্ষণ প্রচন্ড উত্তাপ সারা গায়ে আগুনের মত উত্তাপ, জ্বালা হয় (Acon.), মুখ লাল ও গরম (Bell.), তবুও রোগী নড়াচড়া করলে বা অনাবৃত হলেই শীতবোধ করে।
  • Relation

  • সম্বন্ধ: সালফার প্রায় সব রোগেই অনুপূরক।
  • শত্রুসম্পর্ক: Zinc.; কখনই এর আগে বা পরে ব্যবহৃত হয় না
  • Ars., Ip., Phos., Sep., Sulph. এর পর ভাল খাটে।
  • রাতে শুতে যাবার আগে নাক্স দিলে ভাল হয়, সবচেয়ে ভাল হয় যদি শুতে যাবার কয়েক ঘন্টা আগে দিতে পারলে। শরীর ও মন যখন বিশ্রাম নিতে থাকে তখন প্রয়োগ করলে সবচেয়ে ভাল ফল দেয়।

  • A SYNOPTIC KEY OF THE MATERIA MEDICA (By Cyrus Maxwell BOGER)

    REGION:

    Cerebro-spinal axis.
    NERVES.
    DIGESTIVE ORGANS: STOMACH. LIVER. Bowels.
    RESPIRATORY ORGANS.
    Male brunettes.

    Aggravating:

    EARLY MORNING.
    COLD: OPEN AIR (Dry). Drafts. Seats. Wind. UNCOVERING.
    HIGH LIVING: COFFEE. Condiments. Liquor. Drugs. Debauchery. Purgatives.
    HIGH LIVING: COFFEE. Condiments. Liquor. Drugs. Debauchery. Purgatives. Sedentary habits.
    Overeating.
    Mental: Exertion. Fatigue. Vexation.
    Disturbed sleep.
    SLIGHT CAUSES: Anger. Noise. Odors. Light. Touch. PRESSURE: of clothes, < waist.

    Amelioration:

    FREE DISCHARGES.
    Naps (Kali-bi.).
    Wrapping head.
    Resting.
    Hot drinks.
    Milk.
    Moist air.


    VIOLENT ACTION; often irregularly fitful or inefficient. Increased reflexes. Irritable and hypersensitive, mentally and physically. Firm fibred brunette. Twistings. Jerks. Spasms; with consciousness. Tense, contracted feeling. Lightning-like pains.
    Neuralgia; prodromal. Sensation as of a rough body internally. Bruised soreness; OF ABDOMEN, brain, etc.
    INTERNAL scrapy RAWNESS; throat, larynx, etc. Takes colds. Biliousness. Faintings after vomiting, after stool, after labor pains, etc.............
    Sensitive and critical. Active, ANGRY AND IMPATIENT; can't stand pain; so mad, he cries. Zealous, nervous and excitable. Nagging. Spiteful. Irritable hypochondriasis. Sullen. Fears poverty. Violent, ugly (suicidal) impulses.
    Vertigo; on an empty stomach; with blank spells. Sensitive scalp. Swelled forehead.
    Lachrymation; on affected side. Migraine. Blood-shot eyes. Sore nostrils.
    Nose stopped, but runs water; on one side.
    Sneezing; violent; abortive; from intense crawling in (l) nostril. Coryza; fluent by day and in open air, dry at night. Epistaxis on coughing. Acute smell. Red, turgid or yelowish face, < about nose and mouth. Left angle of mouth droops. Jaws snap shut; stiff. Teeth chatter. Fetor oris. TASTE, biter-sour; bad in am. Itching palate; Eustachian tube. Rough, scratchy throat; putrid taste in, on coughing. Craves piquant foods or stimulants. HICCOUGH. Violent retching, < hawking. Eructations; sour. Heart-burn. Water-brash. Nausea; > if he can only vomit.
    VIOLENT VOMITING; bilious-sour.Food lies like a heavy knot in stomach. Gastric pains, into back; chest; > vomiting, etc. As of a band about waist; clothes oppress it. Indigestion.
    Liver sore; sticking; enlarged. Gall-stone colic. Bowels gripe here and there. SORE BOWELS, < COUGHING OR STEPPING. Hernia; infantile. Flatulent colic. UNEASY, fitful and FRUITLESS URGING FOR BOWELS TO ACT, > STOOL. Strains hard at stool. Inactive peristalsis.
    In rectum; retained flatus; as if more stool remained; spasm of. Obstipation. PILES; itching; > cool bathing. Sexual erethism. Onanism. Premature ejaculation. Menses profuse, early and prolonged or intermittent; of dark, lumpy blood.
    Dysmenorrhoeal cramps; spread over whole body. Cough violent, throwing the patient down; paroxysmal; whooping.
    Painfully stiff neck; pains down (r) shoulder. Lumbar ache, as if breaking; must raise up to turn over. Acute lumbago. Crawling along spine. Shooting from toes to thighs, < after stool. Tense cramps in calves and soles. Feet feel clubby and raw. Goose-skin. Jaundice. Yawning. Sleepy in evening or sleepless from rush of ideas. Awakes too early; can't sleep again. Finally sleeps, but on waking feels miserable. Night-mare. Chill with thirst and heat without thirst. EASILY CHILLED; CAN'T UNCOVER, < motion; < drinking even during the heat. Sour sweat.

    Complementary: Kali-c. Pho. Sul.
    Related: Ign. Lyc.


    একটি মন্তব্য পোস্ট করুন

    0মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন (0)