SABINA | স্যাবাইনা

Dr. Md. Anas Sarkar
By -
0

Sabina

  • Sacrum to pubes পর্যন্ত ধাবমান বেদনা।
  • প্রবল রক্তস্রাবের সঙ্গে কালো কালো রক্তের চাপ।
  • স্রাব সামান্য নড়া চড়ায় বৃদ্ধি পায়।
  • গান বাজনায় বিরক্ত।

ঔষধ পরিচয়, নরেন্দ বন্দোপাধ্যায়

সেক্রাম হইতে পিউবিস বা পাছা হইতে প্রসবদ্বার পর্যন্ত ধাবমান ব্যথা।

স্যাবাইনা ঔষধটি সাধারণত স্ত্রীরোগেই ব্যবহৃত হয় এবং ইহার রক্তস্রাবের প্রবণতা দেখিয়া মনে হয় ইহা একটি অ্যান্টিটিউবারকুলার ঔষধ। ইহাতে কিডনী, জরায়ু, মলদ্বার সর্বাপেক্ষা বেশি আক্রান্ত হয়; এই সকল স্থান প্রদাহযুক্ত হইয়া প্রবল রক্তস্রাব হইতে থাকে কিন্তু ইহার বিশেষত্ব এই যে রক্তস্রাব যেমন প্রবল হইতে থাকে তাহার সহিত তেমন প্রবল ব্যথা পাছা হইতে পিউবিস পর্যন্ত ছুটিয়া আসিতে থাকে। অতএব শুধু রক্তস্রাবের প্রাবল্য দেখিয়াই স্যাবাইনার কথা মনে করা উচিত নয়, তাহার সহিত ব্যথা পাছা হইতে পিউবিস পর্যন্ত ছুটিয়া আসা চাই এবং ইহাই স্যাবাইনার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়। স্বল্প ঋতু হউক, অতি ঋতু হউক, অমায়িক ঋতু বা প্রসব, গর্ভস্রাব, ভেদাল-ব্যথা যাহা কিছু হউক না কেন - সকল ক্ষেত্রেই এইরূপ ব্যথা বর্তমান থাকিবেই থাকিবে এবং এইরূপ ব্যথা বর্তমান থাকিলে সকল ক্ষেত্রেই স্যাবাইনার কথা মনে করা উচিত হইবে।


ব্যথা ক্ষণে আসে, ক্ষণে যায়। কখনও পাছা হইতে পিউবিস, কখনও পিউবিস বা প্রসবদ্বর হইতে নাভিমূল পর্যন্ত ছুটিয়া যায় । প্রসব বেদনার মত ব্যথা; স্নায়ুশূল ব্যথার চোটে রোগিনী কাঁদিয়া ফেলেন। ব্যথা চিৎ হইয়া শুইয়া থাকিলে এবং উত্তাপ প্রয়োগে উপশম। কিন্তু বাতের ব্যথা ঠাণ্ডা প্রলেপে ভাল থাকে। ব্যথার চোটে বমি বা মলত্যাগ বা মূত্রত্যাগের ইচ্ছা।


প্রবল রক্তস্রাবের সহিত কাল কাল রক্তের চাপ।

স্যাবাইনার রক্তস্রাব অত্যন্ত প্রবল। মলদ্বার, মূত্রদ্বার, জননেন্দ্রিয়, জরায়ু প্রভৃতি স্থান উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব। কিন্তু পূর্বে যেমন ব্যথার বিশেষত্ব বলিয়াছি, এক্ষণে তেমনই রক্তস্রাবের বিশেষত্ব হিসাবে বলিতে চাই যে স্যাবাইনার রক্ত বেশ উজ্জ্বল লাল বর্ণ হয় এবং তাহার সহিত রক্তের বড় বড় চাপ বা ঢেলা নির্গত হইতে থাকে। স্রাব থাকিয়া থাকিয়া হঠাৎ প্রবলভাবে নির্গত হইতে থাকে। Belladonna ব্যথা এইরূপ থাকিয়া থাকিয়া আসিতে থাকে এবং থাকিয়া থাকিয়া প্রবল রক্ত-স্রাবের সহিত চাপ-চাপ বা ঢেলা-ঢেলা রক্ত নির্গত হইতে থাকে কিন্তু Belladonna রোগী যেরূপ অত্যধিক পরিমাণে স্পর্শকাতর হইয়া পড়ে Sabina সেরূপ নহে। স্যাবাইনা অত্যন্ত গরমকাতর হয়: কিন্তু Sabina প্রয়োগের পর স্রাব সাময়িক বন্ধ থাকিয়া যদি পুনরায় প্রকাশ পাইতে থাকে তাহা হইলে সালফার বা টিউবারকুলিনাম ব্যবহার করা উচিত।


স্বল্প ঋতু অপেক্ষা প্রচুর ঋতুস্রাব স্যাবাইনার চরিত্রগত লক্ষণ। স্রাব অনেকদিন পর্যন্ত স্থায়ী, নড়া-চড়ায় বৃদ্ধি কিন্তু মেট্রোরেজিয়া বা অসাময়িক ঋতু বা জরায়ু হইতে রক্তস্রাব, চলিয়া বেড়াইলে কম পড়ে এবং শুইয়া থাকিলে বৃদ্ধি পায়। কিন্তু মেনোরেজিয়াই হউক বা মেট্রোরেজিয়াই হউক সকল ক্ষেত্রেই ব্যথা পাছা হইতে পিউবিস পর্যন্ত ছুটিয়া আসিতে থাকে এবং উজ্জল লালবর্ণের রক্তস্রাবের সহিত রক্তের বড় বড় চাপ বা ঢেলা নির্গত হইতে থাকে। রোগিনী গরম ঘরে থাকিতে পারে না, অঙ্গ-হইতে আবরণও খুলিয়া ফেলে, প্রদাহযুক্ত স্থানও জ্বালা করিতে থাকে বা দপ্ দপ্ করিতে থাকে। ঋতুকষ্টের সহিত বমি বা বমনেচ্ছা, মলত্যাগ বা মূত্রত্যাগের ইচ্ছাও দেখা দেয়।
কোষ্ঠবদ্ধতার সহিত অর্শ; অর্শ হইতে রক্তস্রাব। কিডনী-প্রদাহ, জরায়ু-প্রদাহ; জ্বালা ও যন্ত্রণা ও রক্ত প্রস্রাব।


পর্যায়ক্রমে বাত ও রজঃরোধ অর্থাৎ স্যাবাইনা রোগিনীরা অনেক সময় গোড়ালীর বাতে চলার ক্ষমতা বা শক্তি রহিত হইয়া পড়েন এবং যখন তাঁহাদের অবস্থা এইরূপ হয় তখন তাঁহাদের ঋতু বন্ধ থাকে, ঋতু বন্ধ থাকিবার কালে এইরূপ ব্যথা দেখা দেয়। ব্যথা প্রায়ই পায়ের গোড়ালী আক্রমণ করে এবং ঋতু দেখা দিবা মাত্র বাত চলিয়া যায় । অতএব মনে রাখিবেন পর্যায়ক্রমে ঋতুস্রাব ও বাতের ব্যথা। (গোড়ালীতে বাত বা ব্যথা Causticum, Pulsatilla, Ledum pal)।


ঋতুর পরিবর্তে দুর্গন্ধ শ্বেত প্রদর।
প্রসবের পর বা গর্ভপাতের পর অতিরিক্ত রক্তস্রার—সামান্য একটু নড়িতে গেলেই রক্তস্রাব বৃদ্ধি পায়।
তৃতীয় বা পঞ্চম মাসে গর্ভপাত।
সন্তান ভূমিষ্ঠ হইবার পর ফুল আটকাইয়া থাকা।


স্রাব সামান্য নড়াচড়াতেই বৃদ্ধি পায়।

স্যাবাইনার স্রাব এত সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায় যে রোগী সর্বদাই চুপ করিয়া শুইয়া থাকিতে বাধ্য হয়। অবশ্য কোন কোন স্রাব বেড়াইলে কম পড়ে বটে, কিন্তু সাধারণত সামান্য একটু নড়া-চড়া করিতে গেলেই অতিরিক্ত বৃদ্ধি পায়।


গান, বাজনায় বিরক্তি।

রোগিনী গরম ঘরে থাকিতে পারে না এবং গান-বাজনাও পছন্দ করে না। বামপার্শ্বে চাপিয়া শুইতে ভালবাসে (মার্ক)।
কাম-ভাব অত্যন্ত প্রবল।
বাতের ব্যথা ঠাণ্ডায় কম পড়ে, ঋতুজনিত পেটের যন্ত্রণা উত্তাপ প্রয়োগে উপশম, পূর্ণিমায় বৃদ্ধি।
স্যাবাইনা স্ত্রীলোকেরা অনেক সময় গর্ভবতী না হইয়াও মনে করিতে থাকেন সন্তান পেটের মধ্যে নড়িতেছে অর্থাৎ তাঁহারা গর্ভবতী হইয়াছেন (Thuja, Sulphur).
নিদারুণ যন্ত্রণাদায়ক ভেদাল-ব্যথা।
ফুল আটকাইয়া থাকিলে স্যাবাইনার কথা মনে করা উচিত।
বারম্বার গর্ভপাতবশত ডিম্বকোষ বা জরায়ুর প্রদাহ।
আঁচিল, অর্বুদ।
গনোরিয়াজনিত, মূত্রকষ্ট স্ত্রী বা পুরুষের।



Allen's Keynotes

Constitution

Chronic ailments of women; arthritic pains; tendency to miscarriages, especially at third mouth.


Mental Generals

Music is intolerable: Produces nervousness, goes through bone and marrow (causes weeping, Thuj.).


Physical Generals

Drawing pains in small of back, from sacrum to pubes, in nearly all diseases (from back, going round the body to pubes, Vib.).


Female Reproductive System

  • Tendency to miscarriages, especially at third month.
  • Ailments from: Following abortion or premature labor; hemorrhage from the uterus; flow partly pale red, partly clotted; worse from least motion (Sec.); often relieved by walking; pain extending from sacrum to pubes.
  • Menses: Too early, too profuce, too protracted; partly fluid, partly clotted (Ferr.); in persons who menstruated very early in life; flow in paroxysms; with colic and labor-like pains; pains from sacrum to pubes.
  • Discharge of blood between periods, with sexual excitement (Ambr.).
  • Retained placenta from atony of uterus; intense after, pains (Caul., Sec.).
  • Menorrhagia: During climacteric, in women who formerly aborted; with early first menses.
  • Inflammation of ovaries or uterus after abortion or premature labor.
  • Promotes expulsion of moles or foreign bodies from uterus (Canth.).

  • Skin

    Fig warts with intolerable itching and burning; exuberant granulations (Thuj., Nit-ac.).


    Modalities

    Aggravation: From least motion (Sec.); warm air or room (Apis,
    Amelioration: In cool, open, fresh air.
    Complementary: To, Thuja.
    Compare: Calc., Croc., Mill., Sec., Tril-p.
    Follows: Thuja in condyloma and sycotic affections.


    Allen's Keynotes Bangla

    Constitution

    মহিলাদের পুরান রোগে, সন্ধিবাত, তৃতীয় মাসে যাদের গর্ভপাতের প্রবণতা থাকে এমন মহিলাদের ক্ষেত্রে উপযোগী।


    Mental Generals

    গানবাজনা অসহ্য - গানবাজনায় রোগীনি নার্ভাস হয়ে পড়ে উত্তেজিত হয়ে পড়ে, ঐ উত্তেজনা যেন মেরুদন্ডের হাড় ও মজ্জার মধ্য দিয়ে বয়ে যায়। (গানবাজনায় কান্না আসে - (Thuja).


    Physical Generals

    প্রায় সব রোগেই পিঠের নীচের দিকে কোমরের সন্ধিস্থানে দুপাশে গতমত স্থানে (Small of back)। স্যাক্রাম হতে পিউবিস হাড় অবধি টেনে ধরামত যন্ত্রণা হয় (পিঠ হতে দেহ ঘুরে পিউবিসস্থান অবধি যন্ত্রণা।


    Female Reproductive System

  • তৃতীয় মাসে যাদের গর্ভপাতের প্রবণতা থাকে এমন মহিলাদের ক্ষেত্রে উপযোগী।
  • রোগে উপসর্গ - গর্ভপাত বা অকালে প্রসবের পরে জরায়ু হতে রক্তস্রাব হতে থাকলে, স্রাব কিছুটা ফ্যাকাসে লাল, কিছুটা চাপচাপ মত, সামান্য নড়াচড়ায় স্রাব বেড়ে যায় (সিকেলি), হেঁটে বেড়ালে প্রায়ই উপশম হয়, এ সময় তলপেটের যন্ত্রণা sacrum হতে pubes অবধি হতে থাকে।
  • ঋতুস্রাব - নির্দিষ্ট সময়ের অনেক আগে, প্রচুর পরিমাণে, অনেকদিন ধরে হতে থাকে। স্রাব কিছুটা তরল, কিছুটা চাপবাধা (Ferr.); যে সব মহিলাদের অল্প বয়সেই ঋতুস্রাব হয়েছিল তাদের ক্ষেত্রে উপযোগী। স্রাব হঠাৎ উপস্থিত হয় সেই সাথে তলপেট মূলে প্রসবের মত ব্যথা থাকে। sacrum হতে pubes অবধি যন্ত্রণা হতে থাকে।
  • দুই ঋতুর মাঝে জরায়ু হতে রক্তস্রাব হয় সেই সাথ যৌন উত্তেজনা বেড়ে যায় (Ambr.).
  • জরায়ু দুর্বল - প্রসবের পর ফুল আটকে থাকে, প্রসবাস্তে তীব্র ভ্যাদাল ব্যথা হতে থাকলে ব্যবহার্য। (Caul., Sec.).
  • যেসব মহিলাদের আগে গর্ভপাত হয়েছিল বা অল্প বয়সেই ঋতুস্রাব দেখা দিয়েছিল তাদের রজোনিবৃত্তিকালে অধিক পরিমাণে ঋতুস্রাব হলে উপযোগী।
  • গর্ভপাতের পর বা অকালে প্রসবের পর ডিম্বকোষ বা জরায়ুর প্রদাহ হলে উপযোগী।
  • জরায়ুতে কিছু (ফুল ইত্যাদি) থেকে গিয়ে পচে উঠলে বা বাহিরের কিছু আটকে থাকলে এ ওষুধ ঐ সব বের করে দিতে সাহায্য করে (Canth.).

  • Skin

    ডুমুরের মত আঁচিল এতে অসহ্য চুলকানি ও জ্বালা হতে থাকলে ও জরায়ুতে দানাদানা মত মাংসাঙ্কুর জন্মালে কমিয়ে দিতে বা বের করে দিতে সাহায্য করে (Thuj., Nit-ac.).


    Leaders in homoeopathic therapeutics

    Is one of our best remedies for profuse flowing from the female genital organs, as in menorrhagia, metrorrhagia, abortions, or after labor.


    These haemorrhages are apt to occur in paroxysms, worse from motion (Secale) blood dark (Kali nit. and Cyclamen) and clotted (Crocus) or partly clotted and partly fluid and watery (Ferrum) the clots being black ; from loss of tone in the uterus; (Caulophyl.) after abortion or parturition, with pain from back to pubes. This pain from back to pubes is it's grand keynote, and may be found, not only in flooding, but in threatened abortion and menstrual troubles generally. There is sometimes present the general characteristic of Pulsatilla"aggravation from warm air and in a warm room, and amelioration in open, cool, fresh air," and in cases of too profuse menstruation; but you cannot give Pulsatilla because it increases the already too profuse flow. ere is where Sabina comes in, for it has the same aggravation and amelioration with the profuse flow. This is an mportant diagnostic difference between the two remedies, and is reliable.


    Sabina is indicated in threatened abortion at the third onth, especially if the characteristic pain from back to ubes is present. If the pains begin in the back and go round from there and end with cramps in the uterus, viburnum opulus is the remedy. This kind of pain seems as characteristic for (Viburnum) as is the other for Sabina.


    Sabina has arthritic swelling of the wrist joint ; also of the toe joints. This, if occurring in conjunction with its profuse flow from the genitals, may make the choice of remedylie between it and (Caulophyllum) in some cases. The ovaries sympathize very much with the uterine troubles of Sabina especially after abortion, or suppressed gonorrhoea, or leucorrhoeas.


    একটি মন্তব্য পোস্ট করুন

    0মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন (0)